আমাদের মুখমণ্ডলের মধ্যে চার জোড়া বায়ুকুঠরি বা সাইনাস থাকে। এই সাইনাসগুলোর ভেতর থেকে পাতলা মিউকাস নিঃসরণ হয়। এই মিউকাস চিকন নল বা ছিদ্রের মাধ্যমে আমাদের নাকের ভেতর বেরিয়ে আসে এবং এর মাধ্যমে সাইনাসগুলো নিজেরা পরিষ্কার ও জীবাণুমুক্ত থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। এই সাইনাসের ভেতর থাকা পাতলা মিউকাস আবরণটিতে যখন প্রদাহ হয় তখন এটিকে সাইনুসাইটিস বলা হয়।
এটি সাধারণত সাধারণ ঠাণ্ডা-সর্দি থেকে শুরু করে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাংগাস সংক্রমণের মাধ্যমে হতে পারে। সাইনুসাইটিস যেকোনো সময়, যেকোনো বয়সের মানুষের হতে পারে।
লক্ষণ
♦ নাকে জ্যাম হওয়া
♦ নাকের ভেতর পেছন দিকে ও গলার ওপরের দিকে গাঢ় কফ জমা
♦ মাথা, কপাল, মুখমণ্ডল ও চোখের চারদিকে মাঝারি থেকে তীব্র ব্যথা অনুভূত হওয়া বা ভার লাগা। ব্যথা সকালে একটু কম থাকে, দুপুরের দিকে ব্যথার তীব্রতা বেড়ে যায়, আবার বিকেলের দিকে সামান্য কমে যায়। মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথা বাড়ে