পদবি নিয়ে ভুগতে হয়েছে

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১১:১৫

ক্যারিয়ারের এই ‘দ্বিতীয় অধ্যায়’ উপভোগ করলেও একটা সময় ‘সেন’ পদবির জন্য কতটা সমালোচিত হতে হয়েছে, সেটা ভোলেননি রাইমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সেটাই। রাইমা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে। আর এই সেন পদবির জন্য তাঁকে বারবার শুনতে হয়েছে ‘স্বজনপ্রীতি’ নিয়ে প্রশ্ন। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘তারকা সন্তান হওয়ায় আমার প্রতি মানুষের প্রচুর আশা ছিল। এমনকি অনেকে আমাকে জাজ করতে শুরু করেছিল। আমাকে নিয়ে সমালোচনা, উপহাসও করত। অনেকে মনে করত, আমাকে সবকিছু জানতে হবে। একজন তারকা সন্তানের শুরুটা অত্যন্ত কঠিন। চলচ্চিত্র পরিবারের বাইরের কেউ যখন অভিনয় শুরু করে, তখন তার ওপর কোনো বোঝা থাকে না। কিন্তু একজন তারকার সন্তান যখন ক্যারিয়ার শুরু করে, তখন তাকে নানাভাবে বিচার করা হয়। দিদিমা সুচিত্রা সেন এক বিশাল লেগ্যাসি রেখে গেছেন। আমার সঞ্জয় লীলা বানসালির ছবির দিয়ে অভিষেক হয়নি। তাই শুরুতে এটা ভাঙা কঠিন ছিল।’





১৯৯৯ সালে শাবানা আজমির সঙ্গে ‘গডমাদার’ ছবির মাধ্যমে অভিষেক হয় রাইমার। অভিষেক ছবির প্রসঙ্গে এই তারকা কন্যা বলেন, ‘ওই সিনেমা আমার অভিষেকের জন্য সঠিক ছবি ছিল না। পরে বেশ কিছু শৈল্পিক ঘরানার ছবিতে অভিনয় করেছিলাম। প্রচুর স্ক্রিন টেস্ট ও অডিশন দিয়েছি। একাধিকবার আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us