বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের লড়াই সিরিজ বাঁচানোর। এমন ম্যাচে সাবধানী শুরুর পর স্পিন ঘূর্ণিতে সাত উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রানে ব্যাট করছে। কেমো পল ও রোমারিও শেইফার্ড ক্রিজে আছেন।
এর আগে শেই হোপ ১৮ রানে নাসুমের বলে ফিরেছেন। সামারাহ ব্রুক (৫) ও নিকোলাস পুরানকে (শূন্য) তিনি বোল্ড করেছেন।
রোভম্যান পাওয়েলকে তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। পরেই ব্রেন্ডন কিংকে আউট করেছেন মিরাজ। একই ওভারে রান আউট হয়েছেন আকিল হোসাইন। ওপেনার কাইল মেয়ার্সকে ১৭ রানে বোল্ড করে প্রথম ধাক্কা দেন মোসাদ্দেক হোসেন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেককে। ওয়েস্ট ইন্ডিজ জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপসের জায়গায় দলে নিয়েছে কেমো পল ও আলজারি জোসেপকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসাইন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।