‘খাজনার চেয়ে বাজনা বেশি’-প্রচলিত এই প্রবাদকেও হার মানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সাবেক পরিচালক সামছুদ্দিন আহমেদ। চার কোটি টাকা ব্যয়ে তৈরি একটি ভবনের মেরামত ও সংস্কার কাজে তিনি খরচ করেছেন আট কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ভবন সংস্কারের নামে এমন পুকুর চুরি বেরিয়ে এসেছে। এরপরই মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই আর্থিক দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।