পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মোহনা খানম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সে একই এলাকার মো. কাইয়ুম শেখের মেয়ে। অভিযুক্ত জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকেন। তিনি উপজেলার বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে। দগ্ধ ছাত্রীর বাবা মো. কাইয়ুম শেখ জানান, দুপুর ১২টার দিকে মেয়ে ঘরে বসে বই পড়ছিল। এ সময় জিসান গাজী হঠাৎ ঘরে ঢুকে মোমবাতির আগুন দিয়ে ওই ছাত্রীর গায়ে অগ্নিসংযোগ করে। এতে মেয়ে গুরুতর আহত হয়। তিনি আরো জানান, ওই জিসান তার মেয়ে মোহনার এক বিবাহিত বান্ধবীর সঙ্গে পরকীয়া করে।