ইসরায়েলের অস্থায়ী প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ আফ্রিকার শৃঙ্গ বলে পরিচিত ইরিত্রিয়ায় দেশটির দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছেন।
প্রায় দু'বছর ধরে এখানে ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত ছিল না। সর্বশেষ ইসরাইলি রাষ্ট্রদূত ২০১৮ সালে ইরিত্রিয়া ছেড়ে যায় এবং এর পর থেকে এখন পর্যন্ত সেখানে কোনো রাষ্ট্রদূত নিযুক্ত করতে পারেনি বর্ণবাদী ইসরায়েল। গত জুলাই মাসে ইসরায়েল সেখানে এক ব্যক্তিকে রাষ্ট্রদূত বলে নিয়োগ দিলেও ইরিত্রিয়ার সরকার তা প্রত্যাখ্যান করে। ইরিত্রিয়াতে ইসরায়েলের এ কূটনৈতিক পরাজয়ের কারণ কী?