গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেবি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকল্পভাবে কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, সেখানে বিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।