একদিকে বন্যাদুর্গত, অন্যদিকে ঈদ- রাজনীতিতে এই দুটি বিষয়কে কাজে লাগাতে চায় বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সুযোগ নিতে চায় সরকারবিরোধী প্রধান রাজনৈতিক দলটি। এজন্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এখন এলাকামুখী। পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নেতারা ত্রাণ তৎপরতার পাশাপাশি বন্যার্তদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছেন। দেশের মধ্যাঞ্চল ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম অঞ্চলের নেতারা বন্যা-পরবর্তী দুর্যোগ সামনে রেখে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনার পর অনেক নেতা নিজ এলাকায় কাজ শুরু করেছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের সাহায্যের জন্য জনগণের কাছে যাচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কর্মিসভা ও সম্মেলন করছেন।