লিনাক্স ডিভাইস থেকে ডেটা চুরি করছে ‘নতুন ম্যালওয়্যার’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৯:৩৪

অ্যান্টিভাইরাসের শনাক্তকরণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে যায় এবং ডিভাইস চলাকালীন ‘এন্ডপয়েন্ট’ থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করে, এমন এক নতুন লিনাক্স ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।


সফটওয়্যার নির্মাতা ‘ইনটেজার ল্যাবস’-এর সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, এই ম্যালওয়্যার ডিভাইসের ‘অরবিট’ ব্যবস্থাকে ‘ডাব’ করে ও পরিবেশ সূচক ‘এলডি_প্রিলোড’-কে বদলে শেয়ার করা লাইব্রেরিকে ‘জব্দ’ এবং ‘ফাংশন কল’ ব্যবস্থাকে ক্রমাগত বাধাগ্রস্থ করে।


“ম্যালওয়্যারটি ‘উন্নত ফাঁকি কৌশল’ প্রয়োগ করে ও মূল ফাংশনকে ফাদে ফেলে মেশিনের নিয়ন্ত্রণ নেয়, যা থ্রেট অ্যাক্টরকে ‘সিকিউরিটি শেল’-এ (এসএসএইচ) প্রবেশের সুযোগ দেয়, ব্যবহারকারীর পরিচয় সংগ্রহ করে এবং ‘টিটিওয়াই’ কমান্ডে বাধা প্রদান করে।” --বিশ্লেষণ করেছেন ‘ইনটেজার ল্যাবস’ গবেষক নিকোল ফিশবেইন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us