Police: পুলিশের হাত থেকে পালাতে সেতু থেকে ১০ ফুট দূরত্বে দোকানের ছাদে লাফ যুবকের! তার পর…

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৯:১২

প্রায় ৪০ ফুট উঁচু একটি সেতুর রেলিং টপকে সেতুরই একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এক যুবক ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেতুর নীচে তখন পুলিশ। পথচলতি মানুষের ভিড় থমকে গিয়েছে। ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে যুবককে বার বার বলা হচ্ছিল, ‘ঝাঁপ দেবেন না। নেমে আসুন দয়া করে!’


সেতুর কিনারায় দাঁড়িয়ে থাকা যুবক তখন দূরত্ব মেপে নেওয়ার চেষ্টা করেছেন। আর পুলিশ তাঁকে ধরার জন্য নীচে ওৎ পেতে রয়েছে। কী ভাবে পুলিশের হাত থেকে বাঁচবেন, ঝাঁপ দেবেন কী, দেবেন না, এমন একটা দোলাচলের মধ্যেই সটান ঝাঁপ দিয়ে পড়লেন উল্টো দিকের একটি দোকানের ছাদে।


পুলিশও তাঁকে ধরার জন্য সেই দোকানের দিকে ছুটল। তার পর দুই পুলিশকর্মীকে একটি লোহার গেট টপকে ঢুকতে দেখা গেল। তার পরই ভিডিয়োটি শেষ হয়ে যায়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us