বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পরে যদি সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে বিষয়টিকে ধর্ষণের আওতায় ফেলা যাবে না। একটি মামলায় এমনই রায় দিলো ভারতের কেরালার হাই কোর্ট।
জানা গেছে, রাজ্যটিতে শুক্রবার (৯ জুলাই) একটি মামলার শুনানি ছিল। এক আইনজীবীর বিরুদ্ধে তার প্রেমিকা অভিযোগ, দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন তিনি। কিন্তু সম্পর্ক বছর চারেক গড়ানোর পরে বিয়ে করতে অসম্মত হন ওই আইনজীবী। পেশায় ওই নারীও আইনজীবী। এই পরিস্থিতিতেই আদালতের অভিযোগ দায়ের করেন তিনি।