শিনজো আবের মৃত্যুতে শোকে মুহ্যমান জাপান

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৩:১৩

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোকে মুহ্যমান জাপান। দেশটির সর্বস্তরের মানুষ শনিবার সাবেক জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই ছুটে যাচ্ছেন শিনজো আবে যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই নারা শহরে। ফুলে ফুলে ভরে উঠছে শিনজো আবের লুটিয়ে পড়ার স্থানটি।     



স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালের দিকে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো জাপানবাসী। এরই মধ্যে বিশ্বনেতারা আবের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন। একে দেখা হচ্ছে গণতন্ত্রের প্রতি ‘আঘাত’ হিসেবে। 



স্থানীয় নাগরিক নাতসুমি নিওয়া এসেছিলেন শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নারাতে এমন ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us