ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, রবিচন্দ্রন অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া যায় তাহলে বিরাট কোহলিও টি-টোয়েন্টিতে অপরিহার্য নয়।
কোহলি প্রায় তিন বছর ধরে বড় রানের মধ্যে নেই। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মনে করেন, ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ না দিলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ক্ষতি হবে।
এবিপি নিউজকে কপিল বলেন, ‘হ্যাঁ, এখন পরিস্থিতি এমন যে, আপনি কোহলিকে টি-টোয়েন্টির প্লেয়িং ইলেভেন থেকে বাইরে রাখতে পারেন। যদি বিশ্বের দুই নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া যায়, তবে বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যেতে পারে।’
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, ‘বিরাট খুব ভালো ব্যাট করছেন না। তাকে কয়েক বছর ধরে এমন দেখেছি। তিনি যদি পারফরম্যান্স না করেন, তবে ফর্মে থাকা তরুণদের দলের বাইরে রাখতে পারবেন না।’
একটা সুস্থ প্রতিযোগিতা দেখতে চান কপিল দেব। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি ইতিবাচক অর্থে দলে জায়গার জন্য প্রতিযোগিতা চাই। তরুণদের চেষ্টা করা উচিত, বিরাটকে ছাড়িয়ে যাওয়া উচিত।’