ঈদের আগে বাড়লো মাংসের দাম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১১:৫৭

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দামও চড়া। শনিবার (৯ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। মুরগির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা।


মিরপুর ১২ নম্বর এলাকার মুসলিম বাজার, ১১ নম্বরের কাচা বাজার ও ৬ নম্বর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৭০ টাকায়। গত সপ্তাহেও বাজারে গরুর মাংস ৬৮০-৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০-১০০০ টাকায়। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। যা গতকাল শুক্রবারও ছিল ১৬০ টাকা।


সোনালী মুরগি বা লাল কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে এ মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, শনিবার সারাদিন মাংসের দাম আরও উঠানামা করতে পারে। এক্ষেত্রে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ৫-১০ টাকা বাড়তে পারে। মিরপুরের মান্নু মাংস বিতানের স্বত্বাধিকারী মান্নু জাগো নিউজকে জানান, গরুর মাংসের দাম সবখানেই একই রকম। হাটে কোরবানির জন্য গরু বিক্রি হওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us