গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চলন্ত বাস থেকে এক যাত্রীকে সড়কে ফেলে দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসের চালকের সহকারী হিরা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক বেগম লাবনী আক্তার তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘাতক বাসের চালক মো. সফিকুল ইসলাম ও চালকের সহকারী হিরা মিয়াকে আদালতে হাজির করেন। এ সময় তিনি তাঁদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
সাইদুর রহমান জানান, আদালতে হাজির করার পর চালকের সহকারী হিরা মিয়া স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে বিচারক তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাস চালকের রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।