শসার সেঞ্চুরি, কাঁচা মরিচ-টমেটো ১৬০

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৮:৩৫

রাজধানীর মুগদা বাজারে দাম জিজ্ঞাসা না করেই এক কেজি শসা, আধা কেজি টমেটো, আড়াইশ গ্রাম কাঁচা মরিচ নিয়েছেন এক ক্রেতা। কত হয়েছে জানতে চাইলে বিক্রেতা বলেন, ২৫০ টাকা। 


দাম শুনে বিক্রেতার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে ক্রেতা বললেন কীভাবে  হলো এতো টাকা? বিক্রেতা বললেন- শসা এক কেজির ১০০ গ্রাম ১৩০ টাকা, কাঁচা মরিচ ৪০, টমোটো ৮০ টাকা। বাগবিতণ্ডার এক পর্যায়ে শসা রেখে কাঁচা মরিচ, টমোটো সঙ্গে এক হালি লেবু নিয়ে চলে গেলেন ক্রেতা।  


একদিন পর মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির মাংসের অন্যতম অনুষঙ্গ সালাদ; যা তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় শসা, টমেটো, গাজর ও কাঁচা মরিচ। তাই ঈদ উপলক্ষে  সালাদের এসব উপকরণের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। 
শুক্রবার রাজধানীর মুগদা-খিলগাঁও ও গুলশান বাজারে ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


বাজারের বিক্রেতারা জানান, হঠাৎ অস্বাভাবিক দাম বেড়েছে সালাদ উপকরণের। যদিও অন্যান্য সবজির দাম রয়েছে অনেকটাই আগের মতো।


বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি অর্থাৎ দ্বিগুণ বেড়েছে শসার দাম। এক দুইদিন আগেও যে শসা বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। আজকে বাজারে ওই শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us