ঢাকার ব্যবসায়ী সুমন হাসান; পদ্মা নদী পার হয়ে প্রায়ই শরিয়তপুরের জাজিরায় যেতে হত তাকে। এবার পদ্মা সেতু হয়ে যাত্রার অনুভূতি কেমন জানতে চাইলে বলেন, “একটি ফেরির জন্য কত দিন যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি!
কখনও যানযট তো কখনও কুয়াশা, কখনও ডুবোচর তো কখনও নাব্য সংকট। কখনও আবার স্রোত! নানা সমস্যায় জর্জরিত ছিল এই পথের ফেরি রুট। এখন পদ্মা সেতুর কারণে এ সমস্যা থেকে আমরা মুক্তি পেলাম।