পাঁচ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ডলারসংকটে আশার আলো

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৯:৫৬

আসন্ন ঈদ উপলক্ষে কোরবানি ও আনুষঙ্গিক খরচের জন্য বাড়িতে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। আত্মীয়-স্বজনের ঈদ উদযাপনকে আনন্দময় করতে সাধ্যমতো বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন তাঁরা। ফলে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাস আয়। গত পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি।


চলমান ডলারসংকটের মধ্যে একে আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।   


গত ছয় মাসে আরো ১০ লাখের মতো শ্রমিক বিদেশে গেছেন। তাঁদের পাঠানো আয় অচিরেই রেমিট্যান্সের খাতে যোগ হবে। ফলে রেমিট্যান্স বাড়বে বলে আশা করা হচ্ছে।   


তথ্য পর্যালোচনায় দেখা যায়, সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি  ডলারের কিছু বেশি। তবে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম পাঁচ দিনেই প্রবাস আয়ে জোয়ার দেখা যাচ্ছে। এ সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us