বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার দিনগুলোতে এমন শিরোনাম অহরহ মেলে। প্রতি আসনের বিপরীতে প্রার্থী এতজন, তীব্র লড়াই প্রতিটি আসনের জন্য...আরও কত কী! কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণার ক্ষেত্রেও বুঝি তেমন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে খেলোয়াড়দের।
এখানে অবশ্য পরীক্ষায় আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যার অনুপাতটা অত ভয়াবহ নয়। করোনাকালীন এই বিশ্বকাপে এবার ২৩ নয়, প্রতিটি দল হবে ২৬ সদস্যের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, এর মধ্যে ২৩টি জায়গা নিশ্চিত হয়ে গেছে, বাকি তিনটি জায়গার জন্য এই মুহূর্তে লড়ছেন ৭ জন।
বিশ্বকাপ শুরু হতে আর মাস চারেকই বাকি। এর মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। কতজনের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে চোটে, কে জানে! কেউ হয়তো আবার মৌসুমে চমক দেখিয়ে জায়গা করে নেবেন বিশ্বকাপের দলে। তবে সেসব তো এক-দুজনের ক্ষেত্রে হতে পারে, সেটিকে একপাশে রেখেই তো পরিকল্পনা সাজাতে হয় কোচদের। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও ব্যতিক্রম নন।