বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৮:৩৭

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


বিদ্যুৎ সাশ্রয় করতে সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকান, অফিস, আদালত ও বাড়িঘরে আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) গণভবনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।


এরপর বৃহস্পতিবার (৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। 


নির্দেশনায় বলা হয়েছে, 'বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'  


এর আগে মঙ্গলবার, করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানীর দাম বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি এবং ক্রমবর্ধমান খাদ্য সংকটের পরিস্থিতিতে বিদ্যুত ব্যবহারে সকলকে সচেতন হয়ে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us