ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ‘কাটা পড়ে’ একজনের মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৮:২২

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌরসভার দক্ষিণ পৈরতলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান।নিহত রাজ ইসলাম (৩৩) জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া বণিক বাড়ির সাধন বণিকের ছেলে।সম্প্রতি মুসলমান এক মেয়েকে বিয়ে করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।


বিয়ের পর তারা ব্রাহ্মণবাড়িয়ার পোস্ততলায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।ইনচার্জ সালাউদ্দিন পরিবারের বরাতে বলেন, বুধবার সকালে রাজু বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাননি তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে আবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সকালে পুলিশ গিয়ে মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে।“রাতে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।“

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us