কক্সবাজারের টেকনাফে নতুন বউ সাজিয়ে মাদক পাচারের আয়োজনের সময় চার নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে পৌর এলাকার ইসলামাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইউনিয়নের কল্পনা আক্তার (৩৪), একই এলাকার মাহমুদা আক্তার রেশমি (২২), টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নূর ইসলাম (৪০) এবং গাজীপুর জেলার রাজু আহমেদ (৪৮)।
ওসি হাফিজুর রহমান বলেন, “আমরা জানতে পারি, নূর ইসলামের বাড়িতে দুই নারীকে নতুন বউ সাজিয়ে ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।”
“চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফে এসে স্বামী-স্ত্রী, পর্যটক, রোগী, নববধূ ও অন্তঃসত্ত্বা সেজে মাদকের চালান নিয়ে ঢাকায় যেত। পরে বিভিন্ন জায়গায় ও হোটেলে সেগুলো ডেলিভারি দেওয়া হতো।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি হাফিজুর জানান।