টেস্ট ক্রিকেটে সম্প্রতি একেবারেই ভালো করছে না বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই জয় এক পাশে রাখলে সাদা পোশাকে বিবর্ণ টাইগাররা। কীভাবে টেস্টে ভালো ফল করা যায়, সেটি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য মুশফিকুর রহিমদের ম্যাচ ফি বাড়িয়ে অনুপ্রাণিত করতে চাইছে বিসিবি। সঙ্গে ম্যাচ ফি বাড়বে নারী ক্রিকেটারদেরও।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলছিলেন, ‘ম্যাচ ফি হয়ত বেড়ে যাবে। আরও কী কী করতে পারি সেই চিন্তাভাবনা আছে।’
শুধু ম্যাচ ফি বাড়ানোই নয়, টেস্টে ভালো করতে একাধিক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এ নিয়ে ঈদের পরে বোর্ডে হবে বিস্তর আলোচনা।