আচমকাই বুধবার রাতে শহর কলকাতায় হিরো আলম! এ বারেও কি ভুবন বাদ্যকারের সঙ্গে গাইবেন তিনি?
একেবারেই না। বরং, একটি নতুন অ্যাপের প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। বাংলাদেশের জনপ্রিয় এই ইউটিউবারকে বিধাননগরের রাস্তায় দেখা গিয়েছে। কালো কোটের নীচে পেস্তা সবুজ গেঞ্জি। সঙ্গে জিনসের প্যান্ট। সঙ্গী কলকাতার আর এক জনপ্রিয় ইউটিউবার। এই মুহূর্তে বাংলাদেশে বিতর্কের কেন্দ্রে হিরো আলমের রবীন্দ্রসঙ্গীত। পদ্মা সেতু নিয়ে গান গেয়েও কটাক্ষের শিকার তিনি। সেই সব বিষয় নিয়ে মুখ খোলেননি যদিও।
অ্যাপের প্রচারসূত্রেই তাঁর বক্তব্য, ‘‘ভারত-বাংলাদেশে প্রচুর ইউটিউবার তৈরি হচ্ছেন। কিন্তু সবাই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন না। আমি সেই সব পিছিয়ে পড়া ইউটিউবারদের সমর্থন জানাই। যে কোনও পরিস্থিতিতে তাঁরা আমায় পাশে পাবেন।’’ রাস্তায় দাঁড়িয়ে প্রচারের কারণে ধীরে ধীরে সবার নজরেই পড়ে যান তিনি। ছবিশিকারিরা আস্তে আস্তে ঘিরে ধরেন তাঁকে।