মোংলায় মেট্রোরেলের আরও ৬ কোচ ও ২ ইঞ্জিন

এনটিভি প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৯:১০

মোংলা বন্দরে আসা মেট্রোরেলের ছয়টি রেলওয়ে কোচ এবং দুটি ইঞ্জিন জাহাজ থেকে নামানোর কাজ শুরু হয়েছে। এর আগে রাতে শুধু ৪৫ প্যাকেজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মালামাল খালাস করা হয়। জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের দশম চালানের ছটি কোচ, দুই ইঞ্জিন এবং ৪৮ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা এ বিদেশি জাহাজ এম ভি এস পি এম ব্যাংকক বুধবার বিকেল সাড়ে ৬টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।


বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বুধবার বিকেল সাড়ে ৬টায় ছয়টি কোচ ও দুটি ইঞ্জিনসহ বিভিন্ন ধরনের মেশিনারি পণ্যের ৪৮টি প্যাকেজ নিয়ে জাপান থেকে গত ৩ জুন ছেড়ে আসা এস পি এম ব্যাংকক জাহাজ মোংলা বন্দরে ভিড়ে। বন্দরের ৭ নম্বর জেটিতে অবস্থান নেওয়া এ জাহাজ তেকে সন্ধ্যা থেকে রাতভর শুধু মেশিনারি পণ্যের প্যাকেজ নামানো হয়েছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রেলওয়ে কোচ ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) নামানো এসব মালামাল নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হছে। তিনি বলেন, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৬২টি কোচ ও ৩০টি ইঞ্জিন এসেছে। আগামী আগস্টে আরও ১২টি কোচ-ইঞ্জিন আসবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us