আনুষ্ঠানিকভাবে রাজধানীর ১৯ অস্থায়ী ও দুটি স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি বিক্রি শুরু হয়েছে আজ। প্রথম দিনে কেনাবেচা জমেনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের অস্থায়ী হাটে। হাটের হাসিল ঘর পরিচালক জালাল উদ্দিন জানিয়েছেন, বুধবার সারা দিনে মাত্র ১৫টি গরু বিক্রি হয়েছে।
তিনি বলেন, আমাদের হাটটি শহরের মধ্যে। অনেক চাকরিজীবী এই হাট থেকে গরু কেনেন। বুধবার সারা দিন অফিস ছিল, তাই বিক্রি কম। আশা করি রাত থেকে বিক্রি শুরু হবে।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন। এ দুদিনকেই আমরা টার্গেট করেছি। এ দুদিন বেশি হাসিল আদায় হবে।
জামালপুর, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ থেকে আসা ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতারা দামাদামি করে চলে যাচ্ছেন। কেউ কিনছেন না।