বাংলাদেশের লক্ষ্য সিরিজ ড্র

সমকাল প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ২০:৪৯

টেস্টে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশ। প্রথম ম্যাচ পরিত্যক্তের পর দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে মাহমুদউল্লাহরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০মিনিটে।


বাংলাদেশ অধিনায়ক স্পষ্ট করে জানিয়েছেন, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে হলে দল হিসেবে খেলতে হবে। এতে ম্যাচ জয়ের জন্য আত্নবিশ্বাস পাবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলেন, 'আমরা সব সময়ই ম্যাচ জয়ের জন্য মনোনিবেশ করি। তবে টি-টোয়েন্টিতে জিততে হলে আমাদের মতো একটি দলকে, ইউনিট হিসেবেই খেলা উচিত। সবার নিজ-নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে। যা বুঝলাম, দল হিসেবে খেলাই আমাদের বড় শক্তি। আমরা যদি তা না করতে পারি, তাহলে আমাদের পক্ষে ম্যাচ জয় সম্ভব নয়।'


তিনি আরো বলেন, 'আপনি যদি আমাদের পেছনের দিকে তাকালে দেখবেন, আমাদের শুরুটা ভাল হলে আমরা ভাল করি এবং ভালো শুরু করতে হলে, সকলেরই ন্যূনতম অবদান থাকা উচিত। আমি বলছি না, আমরা জয়ের পথে ফিরতে পারবো না, তবে ভালো শুরু করলে, আমাদের আত্নবিশ্বাস বাড়বে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us