উন্নয়ন ও মূল্যবোধের অবক্ষয়

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৫:২৫

এক সময় ‘লঙ্গরখানার গম চুরি’, ‘পুত্রের হাতে পিতা খুন’- এ জাতীয় সংবাদ শিরোনামে সে সময়কার আর্থসামাজিক অবস্থা ব্যবস্থার বিবরে যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ পেত, আজ তুচ্ছ কারণে শিক্ষার্থীরা যখন শিক্ষককে অপমান-অপদস্থ করতে উদ্ধত হয়, শ্রেয়বোধ ও সম্মান-সমীহের খাতায় অবজ্ঞা প্রকাশের অসংখ্য কালো দাগ দেখি, পাঠ্যবই থেকে নীতি-নৈতিকতার চর্র্চা উধাও হতে থাকে, কালো যখন সাদাকে সমঝে চলে না, সুবচন যখন নির্বাসনে, সাতসমুদ্দুর তের নদীর পার থেকে নয়, প্রতিবেশীর তরফ থেকেও নয়, নিজের ঘরেই যখন ঔপনিবেশিকতার মনোভঙ্গির শিকার, নিজেরাই নিজেদের শত্রুতায় লিপ্ত, তখন মনে হয় চোখ ধাঁধানো উন্নয়নের বলির পাঁঠা হতে চলেছে সনাতন সব মূল্যবোধ।


এটা ঠিক অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জন ব্যতিরেকে স্বাধীনতা যে নির্মল নয়, একুশ শতকের এই প্রারম্ভিক পর্যায়ে তা বেশি করে অনুভূত হচ্ছে। ইতোমধ্যে এ কথা বহুল উচ্চারিত হয়ে আছে যে, একুশ শতকে অর্থনৈতিক উন্নয়নই হবে তাবৎ রাষ্ট্র ও জাতির শ্রেষ্ঠত্বের ও প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম নিয়ামক। আর সে কারণে অন্যান্য অনুষঙ্গের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রসঙ্গকে এগিয়ে আনা হচ্ছে উন্নয়ন কৌশলের সব পরিকল্পনাপত্রে। অর্থনৈতিক মুক্তিকে গণতন্ত্রায়নের অন্যতম উপলক্ষ ও উপায় হিসেবে বিবেচনার দাবি সোচ্চার হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এখনো নিরলস প্রচেষ্টা ও আন্দোলন অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us