স্ত্রীর সঙ্গে ব্যাটিং করেই এই উন্নতি বুমরাহর!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১২:২৭

ভারত পেস বোলিং বিভাগের নেতা ছিলেন অনেকদিন ধরেই। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনাভাইরাসে আক্রান্ত হলে অধিনায়কের দায়িত্ব পান জসপ্রিত বুমারহ। সদ্য শেষ এজবাস্টন টেস্টে ব্রডের এক ওভারে ৩৫ রান নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। বুমরাহর ব্যাটিংয়ে উন্নতির রহস্য কী? তার উত্তর জানালেন তার স্ত্রী সঞ্জনা গণেশন। 


মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সঞ্জনার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আইসিসি। সেখানে, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার প্রশ্ন করেন, বুমরাহের বোলিং নিয়ে সঞ্জনা কোনও টিপস দেন কীনা? সেখানে সঞ্জনা জানিয়েছেন, বোলিং নিয়ে নয়, বুমরাহকে ব্যাটিংয়ের টোটকা দেন তিনি। 




সঞ্জনা বলেন, ‘না, বোলিং নিয়ে কোনও টিপস দিই না। তবে ওর ব্যাটিংয়ে নজর দিয়েছি। তাতে আমি দারুণ সফল। ব্যাট হাতে ওর যা সাফল্য, সবকিছু আমার জন্য।’ স্ত্রীর সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেই এই উন্নতি হয়েছে বুমরাহর! মডেল ও সঞ্চালক হিসেবে ক্রিকেটের ভালই খোঁজখবর রাখেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us