You have reached your daily news limit

Please log in to continue


রোবট জানাবে চাঁদের খবর

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। জোছনা রাতে মোহনীয় রূপ নিয়ে রাতের আকাশ দাপিয়ে বেড়ানো এ চাঁদকে নিয়ে এখনো রয়েছে কত রহস্য। একটু একটু করে এ উপগ্রহকে আমাদের কাছে পরিচিত করে তুলছেন বিজ্ঞানীরা। এবার চাঁদের খবর জানাতে রোবট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ইতালিতে সফলতার সঙ্গে প্রথম ট্রায়ালও দিয়েছে রোবটের একটি দল।


মহাকাশ ও জ্যোতির্বিদ্যাবিষয়ক ওয়েবসাইট স্পেস বলছে, লাইটওয়েট রোভার ইউনিট ১ (এলআরইউ ১) নামের দলটির প্রতিটি রোবটের কাজ হবে চাঁদের পাথর সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করা। হাত দিয়ে বেসবলের মতো বড় পাথর ধরতে পারবে এরা। এরপর লেজার স্পেকট্রোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা জানতে পারবেন সেই পাথরের রাসায়নিক গঠন। ডিজাইন করেছেন জার্মানির একদল প্রকৌশলী। পুরো প্রকল্পটি পরিচালনা করছে দেশটির মহাকাশ সংস্থা জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর)। সহায়তায় ইউরোপীয় স্পেস এজেন্সি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন