একসময় জুটি বেঁধে বলিউড কাঁপাতেন মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর। পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন দেখে সেসময় মুগ্ধ হতেন অনুরাগীরা। প্রিয় জুটিকে বাস্তবেও এক ছাদের নিচে দেখার ইচ্ছা পোষণ করতেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হয়নি। ব্যক্তি জীবনে মাধুরী ও অনিল ঘর বেঁধেছেন অন্যের সঙ্গে। কেন এক হলেন না তারা-এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো মাধুরীকে।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তরে মাধুরী জানিয়েছিলেন, তিনিই বিয়ে করেননি অনিলকে।
তিনি বলেন, অনিলের মতো কাউক বিয়ে করতে চাই না। তার অনুভূতি খুবই প্রবল। স্বামী হিসেবে আমি শান্তশিষ্ট কাউকে চাই। অনিলের সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করেছি তাই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের সম্পর্ক নিয়ে চর্চা চলে, সেটি নিয়ে রসিকতাও করি।