ইউরোপজুড়ে ২২ টি দেশের পরিচালিত এক যৌথ অভিযানে পুলিশ মানব পাচারে জড়িত সন্দেহে ১৩০ জনকে গ্রেপ্তার করেছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইউরোপোল মঙ্গলবার একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ১৩ জুন পর্যন্ত চলেছে এই গ্রেপ্তার অভিযান।
একইসঙ্গে এ অভিযানে মানবপাচারের শিকার হওয়া শতাধিক জনকে চিহ্নিত করা হয়েছে।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইউরোপের সমুদ্র, স্থলভাগ এবং আকাশ সীমান্তের মূলত সবচেয়ে ব্যস্ত রুটে ২ লাখ যানবাহন এবং প্রায় ১০ লাখ মানুষকে তল্লাশি করা হয়েছে।
বসনিয়া হারজেগোভিনা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, ইউক্রেইন, ব্রিটেন ও লিচটেনস্টাইনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫ টি দেশ এবং প্রায় ২২,৫০০ আইনপ্রয়োগকারী কর্মকর্তা এ অভিযানে অংশ নিয়েছে।