২৭৭, ২৯৯, ২৯৬—এজবাস্টন টেস্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্টে বড় রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ দুই টেস্টে ভারত দুই শর সামান্য বেশি (২১২ ও ২৪০) লক্ষ্য দিয়ে সেটা রক্ষা করতে পারেনি। এজবাস্টন টেস্টেও এই ধারা বহাল রইল। আগের তিন টেস্টের মতো এবারও জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন
টেস্টের ব্যাটিংটাই কি পাল্টে দিচ্ছেন বেয়ারস্টো
এজবাস্টনে আরও বড় অর্জনই হয়েছে ইংল্যান্ডের। আজ ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে বেন স্টোকসের দল। নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে তারা। রেকর্ড গড়েছে ভারতও। টেস্টে এর আগে এত বেশি রানের পুঁজি নিয়ে কখনো হারেনি দলটি। এর আগে ১৯৭৭ সালে পার্থে ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৩৯ রান করে জিতেছিল অস্ট্রেলিয়া।
জয়ের ভিতটা কালই গড়ে রেখেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে জো রুট ও জনি বেয়ারস্টোর অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিতে ৩ উইকেটে ২৫৯ রান তুলে দিনের খেলা শেষ করেছিল তারা।