ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১৮:০৫

ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোনের মেমোরি খালি করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হচ্ছে ব্রাউজারের ক্যাশ মেমোরি খালি করা। অস্থায়ী ফাইলগুলোর কারণে ডিভাইসের গতি কমে বিরক্তির জন্ম দিলেও এটি থেকে পরিত্রাণ পাওয়া খুবই সহজ।


তবে অতীতে কখনো নিজে থেকে ক্যাশ মেমোরি খালি করার অভিজ্ঞতা না থাকলে অথবা ডিভাইস থেকে ক্যাশ মেমোরি খালি করতে না বলে থাকলে পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর কাছে অপরিচিত মনে হতেই পারে।


তাই ডিভাইসের ব্রাউজারভেদে সহজে ক্যাশ মেমোরি খালি করার প্রক্রিয়া জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।


ক্রোম:


>> ক্রোম ব্রাউজারের উপরের ডান কোণে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন।


>> ডেস্কটপ সংস্করণে ‘মোর টুলস’ অপশনটি খুঁজে নিয়ে সেখানে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’-তে ক্লিক করুন। মোবাইল অ্যাপের ক্ষেত্রে কাজটি সারতে হবে এই ক্রমনুসারে: সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > ক্লিয়ার ব্রাউজিং ডেটা।


>> ‘ক্যাশড ইমেজ অ্যান্ড ফাইলস’ বক্সে টিক দেওয়া হয়েছে নিশ্চিত করুন।


>> ‘টাইম রেঞ্জ’ ড্রপডাউন মেনু ব্যবহার করে নির্দিষ্ট সময়ে মধ্যে জমা হওয়া ক্যাশ ফাইল মুছে দিতে পারেন।


>> ‘ক্লিয়ার ডেটা’ বাটনে চাপুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us