অতীত ঐতিহ্যকে অটুট রেখে টেকসই শিল্পনির্মাণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) করপোরেট আইডেনটিটি বা লোগোতে পরিবর্তন এনেছি। লোগোতে ৯টি অগ্রাধিকার সম্পন্ন বিষয়কে ডটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে মঙ্গলবার (৫ জুলাই) নতুন রূপকল্প প্রণয়নের আনুষ্ঠানিক ঘোষণাকালে এ লোগো উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিজিএমইএ'র সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।