বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় পাইকার পর্যায়ে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু সরকার নির্ধারিত দর না থাকায় এখনও বেশি দামে ভোজ্যতেল বিক্রি করছে খুচরা বিক্রেতারা। আর এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ক্রেতারা।
এদিকে, ভোক্তাপর্যায়ে সয়াবিন ও পাম তেলের দাম সহনীয় রাখতে এ পণ্যের ওপর মূল্যসংযোজন কর প্রত্যাহারের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে সরকার।কিন্তু এর সুফল এখনও ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারের পাইকারি বাজারে এখন সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা এবং পাম তেল ১২৯-১৩১ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা পর্যায়ে আলগা সয়াবিন তেল লিটার প্রতি ১৮০ টাকা এবং পাম তেল ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যা ২৬ জুন সরকার নির্ধারিত দর।