গেমারদের কাছে এখনো জনপ্রিয়তা পায়নি উইন্ডোজ ১১

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৮:৩৫

বিভিন্ন ফিচার ও সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১১ উন্মুক্ত করে মাইক্রোসফট। তবে গেমাররা এখনো নতুন উইন্ডোজকে সেভাবে গ্রহণ করেনি। যে কারণে এ খাতে উইন্ডোজ ১১-এর বিস্তৃতি অনেকটাই ধীরগতির। সম্প্রতি স্টিম প্রকাশিত এক পরিসংখ্যানের তথ্যানুযায়ী এটি জানা গেছে। খবর টেকরাডার।


সম্প্রতি স্টিম হার্ডওয়্যারের জুনের জরিপ প্রকাশিত হয়েছে। জরিপের তথ্যানুযায়ী, স্টিমডেকের ভালভ প্লাটফর্মে উইন্ডোজ ১১-এর ব্যবহার প্রথমবারের মতো ২০ শতাংশের সীমা পেরিয়েছে। এ অপারেটিং সিস্টেম ব্যবহারের মোট হার ২১ দশমিক ২৩ শতাংশ। আগের মাসের তুলনায় যা ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। সে হিসেবে গত তিন মাসে স্টিমে উইন্ডোজ ১১-এর বাজার হিস্যা ৪ দশমিক ৪ শতাংশ ছিল। প্রতি মাসের হিসাবে তা ১ দশমিক ৫ শতাংশ।


২০২২ সালের শুরুতে এর হার ছিল ২ শতাংশ এবং জানুয়ারিতে উইন্ডোজ ১১ ব্যবহারের পরিমাণ ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত উন্নীত হয়েছিল। জরিপের তথ্যানুযায়ী, স্টিম গেমারদের ব্যবহারের দিক থেকে ৭১ দশমিক ২৬ শতাংশ হার নিয়ে শীর্ষে রয়েছে উইন্ডোজ ১০। চলতি মাসে এ হার ২ দশমিক ৬৩ শতাংশ কমলেও ভালো অবস্থানে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us