কোরবানি ঈদের বাকি মাত্র পাঁচদিন। ফলে নগরীর একমাত্র স্থায়ী গাবতলী পশুরহাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বর্তমানে হাটে কোরবানির পশু কেনার চেয়ে দেখার লোক বেশি। হাটে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতার চাহিদা দেশি মাঝারি সাইজের গরুতে। গো-খাদ্যের দাম বাড়ায় এবার গরুর দামও বাড়তি।
মিরপুর-২ নম্বরের রবিউল হক গাবতলী পশুরহাটে এসেছেন কোরবানির গরু দেখতে। তবে কিনবেন ঈদের আগ মুহূর্তে। রবিউল বলেন, ভাড়াবাসায় থাকি, গরু এখন কিনে রাখবো কোথায়? দর-দাম যাচাই করতে এসেছি। দেশি মাঝারি গরু কিনবো। ৪ থেকে ৫ মণ মাংস মিলে এমন গরু কিনবো। তবে গত ঈদের থেকে এবার দাম বাড়তি।’