ডোমিনিকায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সেখানে একটি ওভার বল করে মেডেনসহ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পরে তাকে আর বল করাননি দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। সেটাকে কেন্দ্র করে বেশ প্রশ্ন ছোড়া হচ্ছে মাহমুদুউল্লাহর দিকে।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমেই দুর্দান্ত খেলতে থাকেন ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লেতে ৪৬ রান তোলার পর ১২ ওভার শেষে সেটা দাঁড়ায় ১০০ রানে।
ম্যাচের এমতাবস্থায় মোসাদ্দেক হোসেনকে ১৩তম ওভারে বোলিং করার জন্য তার হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। ভরসার প্রতিদান ভালোভাবেই দেন সৈকত। ১৩তম ওভারে কোনো না দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকে সাজঘরে পাঠান তিনি।