কাশ্মীরের পুলিৎজারজয়ী সাংবাদিককে বিদেশ ভ্রমণে যেতে বাধা

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৮:১৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিৎজার পুরস্কারজয়ী এক ফটোসাংবাদিক বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে বিদেশ ভ্রমণে যেতে বাধা দিয়েছে। এর জন্য কোনো বৈধ কারণও উপস্থাপন করতে পারেননি অভিবাসন কর্তৃপক্ষ। খবর আল–জাজিরার।


সানা ইরশাদ মাত্তু নামের ওই সাংবাদিক আল–জাজিরাকে বলেন, একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর জন্য গতকাল শনিবার নয়াদিল্লি থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল তাঁর। সেরেনদিপিতি আলে গ্রান্ত ২০২০-পুরস্কার পাওয়া ১০ জনের একজন তিনি।


বার্তা সংস্থা রয়টার্সের আরও তিন কর্মীর পাশাপাশি পুলিৎজার পেয়েছিলেন শ্রীনগরের বাসিন্দা মাত্তু। ভারতে কোভিড-১৯ মহামারির মধ্যে তাঁদের তোলা ছবিগুলোর জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।


২৮ বছর বয়সী এই সাংবাদিক বলেন, ‘শনিবার বিকেলে আমার ফ্লাইট ছিল। ইমিগ্রেশনের সময় আমাকে একপাশে সরিয়ে রাখা হয়। তিন ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় আমাকে। কর্মকর্তাদের কাছে আমি বারবার এর কারণ জানতে চাচ্ছিলাম। ততক্ষণে নির্ধারিত ফ্লাইটটি আমাকে রেখেই চলে গেছে।’


সানা মাত্তু বলেন, তাঁকে পরে বলা হয়েছে যে তিনি বিদেশে যেতে পারবেন না। তবে এ ব্যাপারে তাঁরা কোনো ব্যাখ্যা দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us