সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ আটক ৩

বার্তা২৪ প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৫:৫৬

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এসময় ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।


আটকরা হলো- রাজশাহীর সুলতানগঞ্জ গ্রামের শামসুল হুদার ছেলে রাশিদুল হক মনি (২২), বাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামন রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জের হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)।


রোববার (৩ জুলাই) দুপুুরে র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন (এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৯-২৫৭৪), ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ২শত টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য আড়াই কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us