ঈদ ঘিরে স্বাস্থ্যবিধি মেনে চলায় কড়াকড়ি আরোপ করা জরুরি

দেশ রূপান্তর ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৯:৩৬

জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন এখন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় মুখ্য ভূমিকা পালনকারী রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির পাশাপাশি বিশ্বব্যাংকের ‘রিস্ক কমিউনিকেশন’ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি। চাকরিজীবনে তিনি আইইডিসিআরের চিকিৎসা সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস-সিডিসির উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকা, আসন্ন ঈদুল আজহায় বিপুল সংখ্যক মানুষের গ্রামে ফেরা, ঈদযাত্রা ও ঈদের সময়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকাকরণের মতো করণীয় বিষয়গুলো নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন ডা. মুশতাক হোসেন।


ডা. মুশতাক হোসেন : এখন দেশে করোনার যে সংক্রমণ চলছে এটাকে বেশিরভাগই তৃতীয় ঢেউ বললেও আমি মনে করি এটা করোনার চতুর্থ ঢেউ। এটা ঠিক যে, এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের যে সংক্রমণ হয়েছিল তার চেয়ে ওমিক্রনের চলমান ঢেউয়ে ক্ষয়ক্ষতির হার কিছুটা কম ছিল। কারণ যারা ডেল্টায় সংক্রমিত হয়েছিলেন এবং যারা টিকা নিয়েছেন তারা এতে গুরুতর অসুস্থ হননি। এখন ওমিক্রনেরই বিএ-৪ ও বিএ-৫ ভ্যারিয়েন্টের সংক্রমণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অনেকেই ধারণা করেছিলেন যে এর ক্ষয়ক্ষতিও ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই কম হবে, ডেল্টার তুলনায়। কিন্তু সর্বশেষ রোগতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যাচ্ছে, বিএ-৫ ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কিন্তু আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বেশি। আবার এটাও দেখা যাচ্ছে যে, বাংলাদেশে এখন যারা এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হচ্ছেন তাদের অনেকেই আগে সংক্রমিত হয়েছিলেন, আবার অনেকেই টিকাও নিয়েছেন। খেয়াল করার মতো বিষয় হলো দেশে প্রতি তিন মাস বা চার মাস পরপরই নতুন ঢেউ দেখা যাচ্ছে। পৃথিবীর যেখানেই নতুন কোনো ভ্যারিয়েন্ট বা উপ-ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হলে সেটা খুব দ্রুতই বাংলাদেশেও চলে আসছে। ফলে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্কতা অবলম্বন না করে দেশে করোনা নিয়ে যে গা-ছাড়া ভাবটা দেখা যাচ্ছে সেটা ভয়াবহ বিপদও ডেকে আনতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us