দক্ষিণ আমেরিকার আমাজন নদীবিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি হলো আমাজন। ২০২২ সালের প্রথম ছয় মাসে আমাজনের বনভূমি ধ্বংসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ জুলাই) ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) জানিয়েছে এ তথ্য।
বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টটির বছরের শুরু থেকে ৩ হাজার ৭৫০ বর্গ কিলোমিটার (১৪৫০ বর্গ মাইল) বন উজাড় হয়েছে। ২০১৬ সালে আইএনপিই বন উজাড়ের তথ্য নথিভুক্ত করা শুরুর পর থেকে বনভূমি নিধনের সর্বোচ্চ রেকর্ড এটি। গত বছর বন নিধনের পরিমাণ ছিল ৩ হাজার ৬০৫ বর্গ কিলোমিটার।
নতুন পরিসংখ্যানে জুনের শেষ ছয় দিনও অন্তর্ভুক্ত করা হয়নি। বনের দাবানলের জন্য ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে চলতি বছর জুনে। মাসিক রেকর্ডগুলোর তথ্য-উপাত্ত বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলেও বেশি পরিমাণে বন নিধন হয়েছে। যেখানে সাধারণত এসব মাসে বন উজাড় কম হওয়ার কথা।