বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘শিক্ষকের সঙ্গে ছাত্রদের সম্পর্ক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক পতন হয়েছে। সংখ্যালঘু শিক্ষকদের ওপর আক্রমণ করা হচ্ছে, শিক্ষকদের দুর্বল ভাবা হচ্ছে। সাভারে সে কারণেই শিক্ষকের ওপর আক্রমণ হয়েছে। ছাত্রটিও বুঝেছে, এই শিক্ষককে মারলে কোনও অসুবিধা হবে না।’
শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বিধান চন্দ্র রায় স্মরণে এক আলোচনা সভার অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাবেক গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ‘ ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে এক ছাত্রের আঘাতে নিহত হন শিক্ষক উৎপল কুমার। এই হামলার পেছনে মূল্যবোধ ও নৈতিক পতনকে দায়ী করেন রাশেদ খান মেনন।