ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গার মধ্যে ৫৫ কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুরুর প্রথম দিনে টোল আদায়ে ধীরগতি দেখা গেছে। টোল প্লাজার সবগুলো বুথ চালু না হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত এই মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো থেকে গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় (১ জুলাই) টোল আদায় শুরু হয়। ফরিদপুর প্রান্তে ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় আজ শুক্রবার সকালে দুই কিলোমিটারের মতো এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়। টোল আদায়ে ধীরগতির কারণে বগাইল টোল প্লাজার সামনে দীর্ঘ সময় ধরে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হয়।