ফেলুদা পর্দায় ফিরলেন আবার। এবারো পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে। গত এক দশকে কলকাতায় থ্রিলার সিনেমা নির্মাণের হিড়িক পড়েছিল যা গত কয়েক বছরে আরো বেড়েছে। ওটিটি আসার পর সিনেমার পাশাপাশি যুক্ত হয়েছে ওয়েব সিরিজ। এর মধ্যে ব্যোমকেশকে নিয়ে সিরিজ হয়েছে। ফেলুদা বাদ থাকে কেন! সৃজিত মুখার্জি সে দায়িত্বটা নিলেন এবং নির্মাণ করেছিলেন ফেলুদা ফেরত। সব্যসাচী চক্রবর্তীর পর ফেলুদার চারমিনার উঠেছিল টোটা রায়চৌধুরীর হাতে। জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের চরিত্রে কল্পন মিত্র। আড্ডা টাইমসে মুক্তি পেয়েছিল সে সিরিজটি কিন্তু এবারের প্লাটফর্ম হইচই। ছয় পর্বের সিরিজের নাম দেয়া হয়েছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দার্জিলিং জমজমাট’। ফেলুদা ফেরত রাখা যায়নি আড্ডা টাইমসের সঙ্গে আইনি জটিলটার কারণে।
নাম দেখেই বোঝা যাচ্ছে দার্জিলিং জমজমাটের প্লট কোথায়। পুলক ঘোষালের সিনেমার শুটিংয়ের দাওয়াত পেয়ে থ্রি মাসকেটিয়ার্স চলে গেলেন দার্জিলিং আর ফেলুদা যেখানে যাবেন সেখানে রহস্য থাকবে না, একটা কেস তার হাতে এসে পড়বে না এমন হতেই পারে না। তাই এখানে খুন হলেন বিরূপাক্ষ মজুমদার। তার বাড়িতেই হচ্ছিল সিনেমার শুটিং আর সেখানে ঘটনাচক্রে লালমোহন বাবুও একজন অভিনেতা। খুনের আগে বিরূপাক্ষের বাড়িতে তারই শোনা একটা কথা এই কেসের বড় একটা ক্লু।