তিন ন্যানোমিটারের চিপ উৎপাদনে স্যামসাং

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ১০:০২

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) পেছনে ফেলে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৩ ন্যানোমিটার প্রযুক্তির চিপ উৎপাদন শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। খবর ফ্রিমালয়েশিয়াটুডে ও রয়টার্স।


চিপ উৎপাদনে এবার গেট অল অ্যারাউন্ড (জিএএ) ট্রানজিস্টর অবকাঠামো ব্যবহার করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এ অবকাঠানো অধিক বিদ্যুৎ সাশ্রয়ী বলে জানা গেছে। নতুন এ মাইলফলকের মাধ্যমে স্যামসাং চিপের আকৃতি কমানোর পাশাপাশি এর কার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে টিএসএমসি থেকে এক ধাপ এগিয়ে গেল। তবে প্রযুক্তিবিদ ও গবেষকদের ধারণা এটি আরো তীব্র হবে।


এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিকস জানায়, আধুনিক প্রযুক্তির নতুন চিপটি ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত চিপগুলোর তুলনায় কম প্রশস্ত। পাশাপাশি এটি ২৩ শতাংশ বেশি কার্যকর এবং ৪৫ শতাংশ কম শক্তি ব্যয় করে। আধুনিক প্রযুক্তির ও উচ্চক্ষমতাসম্পন্ন চিপ তৈরির জন্য স্যামসাং দীর্ঘদিন থেকে টিএসএমসির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। আকারে ছোট ও আধুনিক চিপ উৎপাদন অনেকটা কঠিন। কেননা সেখানে অল্প জায়গায় অধিক ট্রানজিস্টর বসাতে হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us