আইনমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন রুমিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৮:১৮

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল সংসদে বলেছিলেন, চলতি বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা না হয়ে পদ্মা সেতু, খালেদা জিয়া ও বিএনপিকে নিয়েই বেশি আলোচনা হয়েছে।


আজ তার এ বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলব না কী নিয়ে কথা বলবো? আমরা কি উনার (রুমিন ফারহানা) কাপড়-চোপড় নিয়ে কথা বলব? আমি তো তা করব না। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রুমিন ফারহানা।


বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, যুক্তিবিদ্যার সবচেয়ে বড় ফ্যালাসি হচ্ছে যখন কোনো যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ করা। যখন যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ আসে। উনি আমার কথার কোনো যুক্তি না পেয়ে শেষমেশ আমার পোশাক নিয়ে আলোচনা হবে কি না, এমন অভব্য বক্তব্য দিয়েছেন যা আমরা আইনমন্ত্রীর কাছে আশা করি না। প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার একজন নারী। তারপরও এই ধরনের কথা যখন আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন পুরো সংসদের জন্য লজ্জাজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us