ভারতের মুম্বাইয়ের কানডিভ্যালি এলাকার একটি পরিত্যক্ত হাসপাতাল ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
পুলিশ জানিয়েছে, তিন নারী সদস্যের পরিবারটি পরিত্যক্ত ওই হাসপাতাল ভবনেই বসবাস করতেন। তবে অন্য পুরুষ ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিহতরা হলেন- কিরন দালভি, তার সুই মেয়ে মুসকান ও ভূমি এবং শিবদয়াল সেন। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ বলেছে, হাসপাতাল ভবনটির দ্বিতীয় তলা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভবনের প্রথম তলায় তল্লাশির সময় আরও দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।