টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে মুখ থুবড়ে পড়েছে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের সৌজন্য টিকিটধারীদের জন্য শেড দিয়ে বসানো হয়েছিল অস্থায়ী গ্যালারি। যেখানে বুধবার ম্যাচের প্রথম দিন ছিল দর্শকে ভরপুর।
কিন্তু আজ (বৃহস্পতিবার) সকাল থেকে অতিবৃষ্টি ও ঝড়ের কবলে অস্তিত্বই বিলীন হয়ে গেছে এই গ্যালারির। শুধু এই গ্যালারি নয়, ব্রডকাস্টারদের জন্য বানানো উঁচু স্ট্যান্ডের শেডের ছাদও উড়ে গেছে ঝড়ে। সবমিলিয়ে ঝড়ে ঐতিহাসিক গল স্টেডিয়ামের গ্যালারির ওপর দিয়ে বেশ ধকলই গেছে।